‘আমিই সেরা’- বরাবরই এই কথাটা জোর গলায় বলে থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকিদের গোণায় আনার প্রয়োজনও দেখেন না তিনি। কেন? রোনালদো এবার নিজেই জানালেন কারণটা। পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে নিয়ে রিয়াল তারকা বললেন, ‘আমি যে সেরা সেটা বিশ্বাস করি। আর মাঠেই তো প্রমাণ দিয়ে চলেছি।’
Advertisement
রোনালদো ফুরিয়ে গেছেন, ক্যারিয়ারের শেষ পথে চলে এসেছেন- এমন কথা হয়েছে অনেকবার। তবে বারবারই নিজের যোগ্যতা প্রমাণ করে সমালোচকদের মুখ বন্ধ করেছেন পর্তুগিজ যুবরাজ। যখনই চিরপ্রতিদ্বন্দ্বি লিওনেল মেসির থেকে পিছিয়ে পড়েছেন, দুর্দান্ত ঝলকে লড়াইয়ে ফিরেছেন।
রোববার জিরোনার বিপক্ষে একাই চার গোল দিয়ে আরও একবার রোনালদো বুঝিয়ে দিয়েছেন, তাকে নিয়ে সমালোচনা কতটা ভুল। পর্তুগিজ অ্যাওয়ার্ড হাতে নিয়ে বেশ দম্ভভরেই রোনালদো বললেন, ‘আমি সবসময় বলি আমি সেরা। কারণ আমি এটা বিশ্বাস করি এবং মাঠে সেটা দেখাই।’
হাজারও সম্মাননার মধ্যে দেশের হয়ে পুরস্কার পাওয়ার উচ্ছ্বাসটা গোপন করতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, ‘এই দারুণ মুহূর্তটা আমি সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। ব্যক্তি হিসেবে এটা দারুণ এবং সবমিলিয়ে এটা রিয়াল মাদ্রিদের জন্য ঐতিহাসিক একটি বছর ছিল। এক বছরে পাঁচটি ট্রফি, পঞ্চম ব্যালন ডি'অর আর দ্বিতীয় ফিফা অ্যাওয়ার্ড (পেলাম)। ‘
Advertisement
এ নিয়ে তৃতীয়বারের মতো পর্তুগালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোনালদো। এতে তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা এবং স্পোর্টিংয়ের গোলরক্ষক রুই প্যাত্রিসিওকে।
এমএমআর/জেআইএম