প্র্রবল বর্ষণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ব্যাহত হচ্ছে পণ্য খালাস। তবে বন্দর জেটিতে কন্টেইনারবাহী পণ্য ওঠা-নামা স্বাভাবিক রয়েছে। শুক্রবারও বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত হয়। বৃষ্টির ফাঁকে কিছু জাহাজে লাইটারিং হয়েছে। শনিবার ৯টি জাহাজ বুকিং দেওয়া হয়েছে বলে জানা গেছে।চট্টগ্রাম বন্দরের সদস্য (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) জাফর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দর জেটিতে কন্টেইনার ওঠা-নামা স্বাভাবিক রয়েছে। খাদ্যপণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাসে কিছুটা সমস্যা হচ্ছে।এর আগে গত বুধ ও বৃহস্পতিবার বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রমে ব্যাঘাত ঘটে। বন্দর সূত্র জানায়, বহির্নোঙ্গরে অবস্থান করা জাহাজগুলোতে গম, সয়াবিন, লবণ, সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন ধরণের পণ্য রয়েছে।ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ সাংবাদিকদের বলেন, বৃষ্টির কারণে পণ্য খালাস কার্যক্রমে ব্যঘাত ঘটেছে। তবে বৃষ্টিতে নষ্ট হবে না এমন পণ্য খালাস হচ্ছে।বৃহস্পতি ও শুক্রবার কিছু কিছু জাহাজে পণ্য খালাস হয়েছে জানিয়ে তিনি বলেন, শনিবার সরকারি ছুটি। এরপরও ৯টি জাহাজ বুকিং দেওয়া হয়েছে।এসএইচএস/এমআরআই
Advertisement