অপরহরণের দুইদিনেও হদিস মেলেনি মন্টি চাকমা ও দয়াসোনা চাকমার। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা চলছে। মন্টি চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক এবং দয়াসোনা চাকমা সদস্য।
Advertisement
রোববার রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক স্কুল এলাকা থেকে দুই নেত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দুই নেত্রীর মুক্তির দাবিতে বুধবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ ঘোষণা করেছে ইউপিডিএফ।
এ ব্যাপারে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে নানা দিক থেকে অনুসন্ধান করা হচ্ছে বলে জানায় পুলিশ।
এদিকে মন্টি ও দয়াসোনা অপহরণ ঘটনার জন্য তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার নেতৃত্বাধীন বিভেদপন্থী গ্রুপকে দায়ী করেছে ইউপিডিএফ। অপহৃতদের উদ্ধার ও ঘটনার প্রতিবাদে বুধবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ।
Advertisement
সোমবার দুপুরে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবরোধ কর্মসূচি ঘোষণার তথ্য জানান।
রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়য়া জানান, সোমবার বিকেল পর্যন্ত অপহরণের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি। অপহৃতদের অভিভাবকদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে কেউ অভিযোগ না দিলেও আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। অপহৃতাদের সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত আছে।
সুশীল প্রসাদ চাকমা/এএম/আরআইপি
Advertisement