জাতীয়

প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে ১৭০ শিক্ষক

শেরপুর জেলার ১৭০ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের শূন্য পদে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

Advertisement

আদেশে বলা হয়েছে, এ চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে বিবেচনা করা যাবে না। প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পাওয়া শিক্ষকরা নিজ নিজ বেতন স্কেলে বেতন-ভাতাদি আহরণ করবেন।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণযোগ্য এবং সেক্ষেত্রে চলতি দায়িত্ব পাওয়া শিক্ষক অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না।

এতে আরও বলা হয়েছে, আদেশ পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে চলতি দায়িত্ব পাওয়া সহকারী শিক্ষকদের পদায়নের আদেশ জারি করতে হবে। জ্যেষ্ঠতা তালিকা সংক্রান্ত অভিযোগ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক নিষ্পত্তি করবেন।

Advertisement

প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পাওয়া সহকারী শিক্ষকদের একই উপজেলার কাছাকাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে উল্লেখ করে আদেশে বলা হয়েছে, পদায়নের ক্ষেত্রে এ শর্তের ব্যত্যয় ঘটলে এবং এ সংক্রান্ত পাওয়া অভিযোগ প্রমাণিত হলে পদায়নকারী কর্মকর্তা বা কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়া হবে।

প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব পেলেন যারা

আরএমএম/এমএআর/জেআইএম

Advertisement