স্বপ্নপূরণের খুব কাছাকাছি চলে গিয়েও আবারও ব্যর্থ বাংলাদেশ। ট্রফিটা অধরাই থেকে গেল। অবশেষে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে নিহাদাস ট্রফি শেষে আজ (সোমবার) দেশে ফিরছেন সাকিব-মাহমুদউল্লাহরা। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা বাংলাদেশ দলের খেলোয়াড়দের।
Advertisement
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের দুই ম্যাচেই ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে দুবারই হারায় টাইগাররা। প্রথম ম্যাচে ২১৫ রান তাড়া করে টাইগারদের জয় এনে দেন মুশফিক আর অলিখিত সেমিতে বাংলাদেশকে দারুণ আরেকটি জয় উপহার দেন মাহমুদউল্লাহ।
ফলে জায়গা করে নেয় ফাইনালে। তবে শ্বাসরুদ্ধকর ফাইনালে ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের কাঁদালেন দিনেশ কার্তিক। তার দুর্দান্ত এক ইনিংসে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।
উল্লেখ্য, গত ৪ মার্চ টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল।
Advertisement
এমআর/জেআইএম