পুরো ৫০ ওভারই ব্যাট করলো প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। কিন্তু ৯ উইকেটে ১৮৬ রানের বেশি যেতে পারলো না ফরহাদ রেজার দল। ছোট লক্ষ্যও অবশ্য খুব স্বস্তিতে তাড়া করতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। একটা সময় বেশ বিপদে পড়ে গিয়েছল দলটি। শেষপর্যন্ত ম্যাচটি তারা জিতেছে ৪ উইকেটে।
Advertisement
মিরপুরে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি পেসার জোহাইব খানের (৫/৩৪) তোপে পড়ে গাজী গ্রুপ। মেহেদী হাসান ৫৯ করলেও ১১১ রানের মধ্যে শীর্ষ ৫ ব্যাটসম্যানকে হারিয়ে একটা সময় রীতিমতো ধুঁকছিল দলটি।
ফাওয়াদ আলম আর জাকের আলীর ব্যাটে বিপদ এড়িয়েছে গাজী গ্রুপ। ফাওয়াদ ৪৬ করে আউট হলেও জাকের শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৩১ রানে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা দোলেশ্বরের পক্ষে ফজলে মাহমুদ ৬৫ রান করলেও বাকিরা তেমন অবদান রাখতে পারেননি। মার্শাল আইয়ুবের ২৮ আর ওপেনার ইমতিয়াজ হোসেনের ২৪ রান ছাড়া বলার মতো রান করেননি আর কেউ।
Advertisement
গাজী গ্রুপের পক্ষে ৩৯ রানে ৩টি উইকেট নেন ফাওয়াদ আলম। ২টি উইকেট শিকার টিপু সুলতানের।
এমএমআর/পিআর