নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সেলাই প্রশিক্ষণের নামে স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে প্রতারণার শিকার নারী ও অভিভাবকরা ওই শিক্ষিকার কার্যালয় ঘেরাও করেন। অভিযোগে শিক্ষার্থীরা জানান, পবিত্র রমজান মাসে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও অভিভাবক উপজেলার নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় সেলাই প্রশিক্ষণ দিতে গেলে এসকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামক প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের কাছ থেকে মেশিন দেয়ার প্রলোভন দেখিয়ে ৩ লাখ ৩৫ হাজার ৩শ’ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। স্কুলের প্রধান শিক্ষিকার মাধ্যমে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তার মাধ্যমে ট্রেনিং সেন্টারকে টাকা দেয়ার পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণার্থীরা প্রধান শিক্ষিকার অফিস ঘেরাও করেন এবং অপসারণ দাবি করে। প্রধান শিক্ষিকা প্রতারক চক্রের সাথে প্রধান শিক্ষিকা জড়িত বলে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন শ্লোগান দেয়। এ ব্যপারে স্থানীয় গণ্যমান্য ও সাংবাদিকরা প্রধান শিক্ষিকা সায়মা খানমের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি সকলের সাথে খারাপ ব্যবহার করেন এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সাথে আলাপ করলে আগামী সোমবার সকাল ১০ টায় প্রতারণার শিকার প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা করবেন বলে তিনি জানান। প্রসঙ্গত, রমজান মাসে এসকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামক একটি প্রতিষ্ঠান নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় নারীদের ৪ দিন সেলাই প্রশিক্ষণ দিয়ে মেশিন দেয়ার নাম করে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ৩ লাখ ৩৫ হাজার ৩শ’ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মো. শাহাদাৎ হোসেন/এসএস/এমআরআই
Advertisement