জাতীয়

ঢামেক মেডিকেল টিমে আরও এক বিশেষজ্ঞ চিকিৎসক

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসায় শনিবার ১৩ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। আজ সেই টিমে নতুন করে যুক্ত হলেন প্রফেসর ডা. নিজাম উদ্দিন। এ নিয়ে ঢামেকে এখন ১৪ সদস্যের মেডিকেল টিমের নেতৃত্ব দিচ্ছেন বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. সামন্ত লাল সেন।

Advertisement

ডা. নিজাম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেপ্রোলজি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। ১৩ সদস্যের মেডিকেল টিমে নেপ্রোলজি বিভাগের কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এবং আহতদের কিডনিজনিত সমস্যাও বিদ্যমান থাকায় তাকে এ মেডিকেল টিমে যুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ সংকর পাল। তিনি জাগো নিউজকে বলেন, আহতদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে মেডিকেল টিমে নেপ্রোলজি বিভাগের কেনো বিশেষজ্ঞ না থাকায় ডা. নিজাম উদ্দিনকে যুক্ত করা হয়।

এদিকে, আজ সকাল দশটায় ১৪ সদস্যের মেডিকেল টিম আহতদের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এ বিষয়ে চিকিৎসকরা সাংবাদিবদের জানিয়েছেন আহতরা আগের চেয়ে ভালো আছে। তবে সুস্থ হতে আরও সময় লাগবে।

Advertisement

এমআরএম/আরআইপি