তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্যদের নিয়ে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর অদূরে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নিজস্ব ক্যাম্পাসে শুক্রবার দিনব্যাপি এই চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।
Advertisement
সকালে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় তিনি রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারে বিআইজেএফকে অফিস বরাদ্দের অনুমতিপত্র তুলে দেন। অনুমতিপত্র গ্রহণ করেন বিআইজেএফের সভাপতি আরফাত সিদ্দিকী সোহাগ ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান।
বার্ষিক এ আয়োজনে বিআইজেএফ সদস্যরা ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন নেন।
এবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিমানি এবং গোল্ড স্পন্সর ছিল ডেল,বাক্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দোহাটেক, স্মার্ট টেকনোলজিস, ই-জেনারেশন, গ্লোবাল ব্র্যান্ড এবং ফ্লোরা টেলিকম। সিলভার স্পন্সর ছিল কোকাকোলা, টেকনো মোবাইল, গিগাবাইট, রিভ অ্যান্টিভাইরাস, আইসিটি ডিভিশনএবং ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস।
Advertisement
এএ