বিনোদন

স্বাধীনতা দিবসে যুদ্ধশিশু জোভান

মাসুদ আহমেদের রৌদ্রবেলা ও ঝরাফুল উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘যুদ্ধশিশু’। এর নাট্যরূপ দিয়েছেন মানস পাল ও পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে যুদ্ধশিশু চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ (দেলজুয়ারা), জার্মানশিল্পী দোরোথিয়া বরকসকি, আফরোজা বানু প্রমুখ।

Advertisement

এই নাটকের গল্পে দেখা যাবে যুবতী দেলদুয়ারকে (তানিয়া) প্রতিবেশী রাজাকার ’৭১-এ পাকবাহিনীর হাতে তুলে দেয়। পাক বাহিনীর কাছে বন্দী থাকা অবস্থায় নির্যাতিত হয়ে রেড ক্রিসেন্টের সহায়তায় সে একটি ছেলে সন্তান প্রসব করে। সে সময় সুইডিস এক দম্পতি দেলদুয়ারার বাচ্চাকে (জোভান) পালক নেন। বিদেশিদের কাছে থেকে বড় হয় যুদ্ধশিশুটি।

একটা সময় সুইডিস দম্পতি সত্য ঘটনা খুলে বলেন জোভানকে। তখনই বিপত্তি বাঁধে। পিতা মাতার খোঁজে জোভান তার হবু স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফেরেন। এ্যামবাসি থেকে খোঁজ খবর নেয়া শুরু হয়। কিন্তু আসলে এ্যামবাসি কি সন্ধান পাবেন জোভানের মায়ের? জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।

বিশেষ নাটক ‘যুদ্ধশিশু’ প্রচার হবে স্বাধীনতা দিবস ২৬ মার্চ রাত ৮টায়।

Advertisement

এলএ/এমএস