বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দুঃখ প্রকাশ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, দেশের দুঃসময়ে প্রতিটি সংগ্রামে রাজপথে ছিলাম সেই স্কুল জীবন থেকেই। বদরুন্নেসা কলেজ তখন ইডেন কলেজ ছিল। সেই কলেজে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সামান্য সদস্য ছিলাম। আমার দুঃখ কেন্দ্রীয় কমিটির সদস্য কোন দিন হতে পারি নাই।শেখ হাসিনা বলেন, যখন জাতির পিতা বাংলার জনগণের মুক্তির সনদ ৬ দফা দিয়েছিলেন। জাতির পিতাকে গ্রেফতার করা হয়েছিল। সেই দুঃসময়ে আমি সরকারি কলেজ থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে ভিপি নির্বাচিত হয়েছিলাম। সরকারের একটা রোষানল ছিল শেখ মুজিবের মেয়ে যেন নির্বাচনে জয়ী হতে না পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ছাত্রলীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করে আমি ঐ কলেজের ভিপি নির্বাচিত হই।তিনি আরো বলেন, ছাত্রলীগ সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ জাতির পিতার অগ্রণী সৈনিক হিসেবে সব সময় ছিল। যখন জাতির পিতা কারাগারে বন্দি ছিলেন আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রলীগের চালিকা শক্তি ছিলেন। তিনি দিক নির্দেশনা দিতেন এবং তার নির্দেশনায় ছাত্রলীগ আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতো। প্রতিটি আন্দোলন-সংগ্রাম দেশের স্বাধীনতা অর্জনের জন্য যে নিউক্লিয়াস ফর্ম করা হয়েছিল। যেটা ১৯৬২ সালে বঙ্গবন্ধু করেছিলেন। তখন ছাত্রলীগের নেতাদের উপরই নির্দেশ ছিল প্রতিটি থানা-জেলা পর্যায়ে ৩ সদস্য বিশিষ্ট্য একেকটা নিউক্লিয়াস ফর্ম করা।প্রধানমন্ত্রী বলেন, মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করার নির্দেশ ছিল, সেই ভাবেই এই ছাত্রলীগ কাজ করেছিল। তখন রাজনীতি নিষিদ্ধ ছিল।ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভা পরিচালনা করেন- সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক গণ।# ছাত্রলীগের পদ প্রার্থীদের বয়সসীমা বাড়ালেন প্রধানমন্ত্রীএএসএস/আরএস/আরআইপি
Advertisement