খেলাধুলা

নান্নু-সুজনও আশাবাদি : জিতবে বাংলাদেশ

মাশরাফি বিন মর্তুজার মত বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও।

Advertisement

জাগো নিউজের সাথে কলম্বো থেকে মুঠোফোন আলাপে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন শুনিয়েছেন আশার বানী। তার কথা, ‘এটা সত্যি যে, আমরা এ আসরে এখনো ভারতের সাথে পেরে উঠিনি। দুবারই হেরেছি; কিন্তু তারপরও আমরা ফাইনালে ভাল খেলে জয়ের আশা করছি।’

কিসের ওপর ভিত্তি করে জয়ের আশা? এ প্রশ্ন করা হলে সুজন বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে যে দুটি ম্যাচ জিতেছি আমরা সেটা বড় অনুপ্রেরণা ও রসদ। আমরা বিশ্বাস করি মুশফিক আর মাহমুদউল্লাহ লঙ্কানদের সাথে যেভাবে ম্যাচ জেতানো ব্যাটিং করেছে, ফাইনালে তা পুরো দলের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথা, তামিম আর লিটন দাসের ওপর অনেক কিছু নির্ভর করছে। বারবার তো আর মুশফিক ও মাহমুদউল্লাহ ফিনিশারের ভুমিকায় অবতীর্ন হবেন না। নান্নুর ব্যাখ্যা, ‘স্টার্টিং ও ফিনিশিং দুটিই খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভাল করতে হবে। আর প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের কাউকে ইনিংস বা ম্যাচ শেষ করে আসতে হবে। তবেই আগে ব্যাট করলে স্কোর হবে বড়। মোটা-তাজা হবে। আর পরে ব্যাট করলে সাফল্যের দেখা মিলবে। এই ফর্মুলার বাইরে কিছু করার চেষ্টা হবে ব্যর্থতার নামান্তর।’

Advertisement

এআরবি/আইএইচএস/আরআইপি