জাতীয়

৪৯ জনের মধ্যে ২২ মরদেহ শনাক্ত

কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২২ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। তবে তার সংখ্যা এখনও জানানো হয়নি।

Advertisement

ত্রিভুবন ইউনিভার্সিটি (টিইউ) টিচিং হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিজেন শ্রেষ্ঠের বরাত দিয়ে নেপাল প্রবাসী আশিক কাঞ্চন জানান, ‘এ পর্যন্ত ২২টি মরদেহ শনাক্ত হয়েছে। এখনও যাদের মরদেহ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে শনাক্ত করতে হবে। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবেন ডা. রিজেন শ্রেষ্ঠ’।

এর আগে সোমবার নেপালের ইউএস-বাংলার বিএস-২২১ ফ্লাইটটি বিধ্বস্তের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত ৪৯ জনের সবার মরদেহ এই হাসপাতালে রয়েছে। আর আহতদের নেপালের কাঠমান্ডু মেডিকেল কলেজ (কেএমসি) হাসপাতাল, নরভিক হাসপাতাল, গ্রান্ডে হাসপাতাল, ওম হাসপাতাল ও মেডিসিটিতে রাখা হয়েছে।

এআর/এমএমজেড/জেআইএম

Advertisement