বিনোদন

উপস্থাপনায় মোশাররফ করিম

একটি ভিন্ন ধরণের অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছে এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অনুষ্ঠানটির নাম ‘জাগো বাংলাদেশ’ নারী নির্যাতন, শিশু ধর্ষণ, অটিজম, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, যানজট, বৃহন্নলা, পরিবেশদূষণসহ নানা সমস্যা নিয়ে চ্যানেল টোয়েন্টিফোরে শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটি। শনিবার রাত সাড়ে আটটায় প্রচার শুরু হবে ‘জাগো বাংলাদেশ’।

Advertisement

১৩ পর্বের এ অনুষ্ঠানের পরিচালক আরিফ এ আহনাফ। অনুষ্ঠানটির প্রচার উপলক্ষে শুক্রবার বিকেলে চ্যানেলটির তেজগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মোশাররফ করিম।

হঠাৎ উপস্থাপনায় কেন জনপ্রিয় এই অভিনেতা? মোশাররফ করিম বলেন,‘ এক সময় কিরণচন্দ্র রায়ের গান শুনে ইচ্ছে হতো, আমি যদি এমন গাইতে পারতাম। পরে ভাবতাম এটা সম্ভব না। কিন্ত প্রতিদিন পথে চলার সময় এমন সব সমস্যার মুখোমুখি হই। ভাবতে গিয়ে দেখি কিছু সমস্যা সমাধান করতে অনেক টাকার প্রয়োজন আর কিছু সমস্যা সমাধান করতে করতে কোনো টাকা লাগবে না। আমার মনে হতো কিছু কথা বলা দরকার। এই অনুষ্ঠানের ভাবনাটা আমার ভালো লাগলো, তাই রাজি হয়ে গেলাম।’

মোশাররফ করিম আরও বলেন,‘আমার মনের মধ্যে একটা বিশ্বাস সব সময় আছে, এ দেশের মানুষ এ দেশকে খুব ভালোবাসে। আমাদের সমস্যাগুলো দূর করতে একটু জেগে ওঠা দরকার। আমিসহ দেশের সবাইকে জাগাতে চাই।’

Advertisement

এমএবি/এলএ/এমএস