খেলাধুলা

এবার নাচলেন গাইলেন ম্যারাডোনা

ডিয়াগো ম্যারাডোনা। নামটা শুনলেই মনে হয় বল পায়ে নানা রকম কারসাজী। কিন্তু শুধু বল পায়েই নৈপুণ্য দেখাতে পারেন তা নয়। এবার তিনি দেখালেন তার অন্যরুপ। কোমর দুলিয়ে নাচের সাথে গান গাইলেন পৃথিবীর সর্বকালের সেরা এই তারকা।সব সময়ই একটু আবেগপ্রবণ তিনি। রাগ হলে যেমন চাপা রাখতে পারেননা তেমনি খুশি হলেও প্রকাশ করেন। অনুভূতিকে কখনোই কোনও শেকল তিনি পরাননি। ঘটনাটি ঘটে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে। আর বন্ধুরা এক জায়গায় হলে যা হয়, হয়েছে তাই। সবাই মিলে চুটিয়ে আনন্দ করছিলেন। গল্প করতে করতে একসময় শুরু হয় গান-বাজনা। ম্যারাডোনা এতটাই আবেগে ভেসে যান যে এক লাফে উঠে পড়েন চেয়ারের ওপর! উঠে দাঁড়িয়ে গলা ছেড়ে গাইতে শুরু করেন, ‘নো ওম্যান, নো ক্রাই’৷ বব মার্লির বিখ্যাত গান। এরপর চেয়ারের ওপর দাঁড়িয়েই কোমর দুলিয়ে গান গাইতে থাকেন। তার নাচ-গান দেখে আপ্লুত বন্ধুরা৷ শুধু হাততালি দিয়ে অভিবাদন জানানো নয়, দারুণ আনন্দ করেন। প্রত্যেকেই মেনেছেন, ফুটবল মাঠে ম্যারাডোনা যতখানি দক্ষ, আসর জমাতেও ততটাই পারদর্শী। সব মিলিয়ে ফুটবল-রাজপুত্র আর তাঁর বন্ধুদের সন্ধেটা কেটেছে একেবারে অন্যভাবে।তবে আনন্দে ব্যাস্ত থাকলেও ম্যারাডোনা পাশে দাঁড়ালেন পানামার ফুটবলারদের। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে এক্সট্রা টাইমে পে‍নাল্টি পায়। ১-২ ব্যবধানে হারা সেই ম্যাচটি পুনরাই আয়োজনের অনুরোধ করেন তিনি।আরটি/এমআর/আরআইপি

Advertisement