জাতীয়

পান্না হত্যা : ১ জনের মৃত্যুদণ্ডসহ যাবজ্জীবন ৬

আলোচিত পান্না হত্যা মামলার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেন।মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন- আবদুর রশিদ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিকুল হাসান মোকসেদ, বিপ্লব, আসাদুজ্জামান ওরফে আসাদ, সিদ্দিকুর রহমান, রাজন, মনির।এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।এদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় ৭ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তারা হলেন- মাসুদ, শামসুল আলম, জাহাঙ্গীর আলম, সাজু, লালচান, সুজন হাসিবুর ওরেফ আসিফ, খোরশেদ আলম ওরফে সোনা মিয়া।মামলার এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ৬ মার্চ দুর্বৃত্তরা বংশী নদীর চরে নাজমুল হুদা পান্নাকে হত্যা করে। তিনি ধামরাই থানাধীন চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সরকারের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনার পর নিহতের স্ত্রী হাসু বেগম বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন।এই মামলায় ধামরাই থানাধীন চৌহাট ইউনিয়ন পরিষদের অপর চেয়ারম্যান প্রার্থী রফিকুল হান্নান মোকসেদকে আসামি করা হয়।২০১২ সালের ২৯ জুন ১৫ আসামিকে অভিযুক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হেলাল উদ্দিন ঢাকার সিজিএম আদালতে অভিযোগপত্র দেন।২০১৪ সালের ১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আজ রায় প্রদানের আগে এ মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।

Advertisement