খেলাধুলা

মোহামেডানকে উড়িয়ে দিলো খেলাঘর

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৮১ রানেই অলআউট মোহামেডান স্পোর্টিং ক্লাব। এমন লক্ষ্য তাড়া করে জয় পেতে কষ্ট হয়নি খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচটি তারা জিতেছে ৬ উইকেট আর ৫১ বল হাতে রেখে।

Advertisement

টস ভাগ্যটা মোহামেডানের পক্ষেই ছিল। কিন্তু ব্যাটিং বেছে নিয়ে যেন ভুল করে বসে শামসুর রহমানের দল। তানভীর ইসলামের বাঁহাতি ঘূর্ণিতে (৩০ রানে ৪ উইকেট) ইনিংসের ২৬ বল বাকি থাকতেই ১৮১ রানে গুটিয়ে যায় তারা।

অথচ শুরুটা খারাপ ছিল না মোহামেডানের। জনি তালুকদার আর এনামুল হক জুনিয়র উদ্বোধনী জুটিতে তুলেন ৭৩ রান। ৩২ রান করে এনামুল আউট হওয়ার পরই মুড়িমুড়কির মতো পড়তে থাকে উইকেট। ১৩১ রানের মধ্যে ৭টি উইকেট হারিয়ে বসে শামসুরের দল।

গুরিন্দর সিং ২০ আর তাইজুুল ইসলাম শেষদিকে ৩৪টি রান না করলে আরও বড় লজ্জায়ই পড়তে হতো মোহামেডানকে।

Advertisement

১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অশোক মেনারিয়া আর অমিত মজুমদারের হাফসেঞ্চুরিতে জয় পেতে কষ্ট হয়নি খেলাঘরের। অমিত মজুমদার করেন ৭৬ রান। মেনারিয়া শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ রানে।

মোহামেডানের পক্ষে ২টি করে উইকেট নেন কাজী অনিক আর গুরিন্দর সিং।

এমএমআর/পিআর

Advertisement