রাজশাহী বিভাগের চলমান নাগরিক সেবায় উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জনপ্রশাসনের উদ্ভাবন চর্চা বিভাগ, জেলা ও উপজেলা ইনোভেশন টিমের নেতৃত্বে রাজশাহী সার্কিট হাউজে এ ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত হয়।রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদের সচিব মোশররাফ হোসেন ভূঁইঞা। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মানিক খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। অনুষ্ঠানে স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং হয়রানি কমিয়ে সরকারি সেবা কিভাবে জনগণের দোরগড়ায় পৌঁছানো যায় এসব নিয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গ্রহণ করা নতুন নতুন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়। সভায় বলা হয়, দেশের সাত বিভাগের ১৬২৭ জন সরকারি কর্মকর্তা ইনোভেশন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এর মাধ্যমে সরকারি সেবা জনগণরে দোরগোড়ায় সহজে পৌঁছানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠান শেষে তিনজন শ্রেষ্ঠ প্রকল্প উদ্ভাবকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন মন্ত্রী পরিষদের সচিব মোশাররাফ হোসেন ভূঁইঞা। শাহরিয়ার অনতু/এসএস/এমএস
Advertisement