বাংলাদেশি চলচ্চিত্র ‘অচেনা হৃদয়’র এবার প্রদর্শনী হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, দেশটির প্রায় ১৫টি রাজ্যে দেখানো হবে ছবিটি। ছবির পরিচালক এস.আই খান সাংবাদিকদের বলেছেন, ‘অনেক যত্ন নিয়ে আমি অচেনা হৃদয় তৈরি করেছি। এই ছবি নিয়ে অনেকদূর যাওয়ার পরিকল্পনা ছিলো শুরু থেকেই। ইচ্ছে ছিলো প্রবাসী বাংলাদেশিদের কাছেও আমার গল্প ও নির্মাণের প্রদর্শনী হবে। সে বাসনা থেকেই ইংরেজি সাব-টাইটেল করেছিলাম। আর যুক্তরাষ্ট্রে প্রদর্শনের জন্য আমরা আলাদা করে সম্পাদনায়ও পরিবর্তন এনেছি।’তিনি জানালেন, ২৩ আগস্ট থেকে মার্কিন মুলুকে ‘অচেনা হৃদয়’-এর প্রদর্শনী শুরু হবে। প্রথমটি হবে ক্যালিফোর্নিয়ার এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে। পর্যায়ক্রমে টেক্সাস, নিউইয়র্ক, ম্যাকলিন-সহ ১৫টি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ঘুরবে ছবিটি।বিশ্ববিদ্যালয় জীবনে ছেলেমেয়েদের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন লাক্স সুন্দরী প্রসূন আজাদ, এবিএম সুমন, টাইগার রবি, শর্মিলী আহমেদ প্রমুখ। ছবির একটি বিশেষ চরিত্রে কাজ করেছেন চিত্রনায়ক ইমন। এলএ/আরআইপি
Advertisement