পল্টু: কিরে, ঘরের বাইরে বসে আছিস কেন??বল্টু: আর বলিস না, আজ আমার বিবাহ বার্ষিকী, বউকে একটা চেইন গিফট দিলাম, আর বউ আমাকে ঘর থেকে বের করে দিলো।পল্টু: কেন? চেইন কি অ্যামিটিশনের ছিল নাকি?বল্টু: নাহ, সাইকেলের ছিল।***হাবলু: কত হয়েছে ভাড়া?সিএনজি ওয়ালা: ১২০ টাকাহাবলু: এই নাও ৬০ টাকাসিএনজি ওয়ালা: মানে! ৬০ টাকা কেন? এটা কোন অন্যায়?হাবলু: অন্যায় মানে! তুমিও তো বসে এসেছ না? অর্ধেক ভাড়া তাহলে তোমার! তোমারটা আমি কেন দিবো?***বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন শাকিল। গিয়ে দেখেন বন্ধুর স্ত্রী কাঁদছেন।শাকিল: কিরে, তোর বউ কাঁদছে কেন?বন্ধু: জানি না। জিজ্ঞেস করিনি।শাকিল: ওমা! জিজ্ঞেস করিসনি কেন?বন্ধু: আগে যতবার জিজ্ঞেস করেছি, প্রতিবারই আমাকে ফতুর হতে হয়েছে!***শিক্ষক: বলতো সূর্য পশ্চিম দিকে উঠে না কেন?ছাত্র: আমি পরীক্ষায় পাস করি না বলে।শিক্ষক: কেন?ছাত্র: কারণ, আম্মু বলেছেন আমি যেদিন পাস করব, সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। তিন বছর ধরে আমি ফেল করে একই ক্লাসে আছি। তাই সূর্যও পশ্চিম দিক উঠে না।***হাবলু নতুন টেলিভিশন কিনেছে। বাড়ি ফিরেই সে টেলিভিশনটা এক ড্রাম পানির ভেতর ডুবিয়ে দিল। ঘটনা দেখে ছুটে এলেন এক প্রতিবেশী।প্রতিবেশী: আরে, করছ কী, করছ কী?হাবলু: হে হে, আর বলবেন না। নতুন টিভি কিনলাম। দোকানদার বলল, রঙিন টিভি! ভাবলাম, ব্যাটা ঠকিয়ে দিল কি না, তাই পানিতে ডুবিয়ে দেখছিলাম, রং উঠে যায় কি না!আরআই
Advertisement