খেলাধুলা

সাকিবকে নিয়ে আলাদা পরিকল্পনা হাথুরুসিংহের

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হঠাৎ বিসিবির ঘোষণা দলের সঙ্গে যোগ দিয়ে কলম্বো যাচ্ছেন সাকিব। টাইগারদের ভারপ্রাপ্ত কোচও জানিয়ে দিয়েছেন পুরো ফিট থাকলে খেলবেন সাকিব। তবে সাকিব খেলবেন ধরেই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করছেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

Advertisement

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে হাথুরু বলেন, ‘সাকিবের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে শ্রীলঙ্কা। আসলে ও (সাকিব) দারুণ একজন ক্রিকেটার। আমি প্রস্তুতি নিচ্ছি সে খেলবে ধরে নিয়েই। আমরা এখন ভাবছি কিভাবে তার চার ওভার বোলিং সামলাব কিংবা ব্যাটিংয়ে কিভাবে আটকাব।’

সাকিব না থাকায় আগের ম্যাচগুলোতে বাংলাদেশের একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে। ৫ জন স্পেশালিস্ট বোলার খেলাতে একজন ব্যাটসম্যান কম খেলাতে হচ্ছে দলকে। প্রতিপক্ষ দলের কোচ হলেও সেটা ভালোভাবেই খেয়াল করেছেন হাথুরু। তাই তো জানালেন, ‘সাকিব খেললে অবশ্যই বাংলাদেশের জন্য সুবিধা। কারণ তারা ভিন্ন কম্বিনেশন নিয়ে খেলতে পারবে। একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার খেলাতে পারবে।’

এদিকে হঠাৎ এমন ম্যাচের আগে সাকিবকে দলে নেয়ায় অনেকের কাছেই বিস্ময়ের জন্ম নিয়েছে। জেগেছে অনেক প্রশ্নও। তবে হাথুরুসিংহে দেখালেন সাকিবের ফেরার দুটি দিক নিয়েই বলেন, ‘যে যদি খেলার মত যথেষ্ট ফিট থাকে, তাহলে এটা মরিয়া পদক্ষেপ নয়। যদি সে ফিট হয়ে থাকে, তাহলে এটা তাদের জন্য বাড়তি সুবিধা। কারণ সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এবং আমরা সবাই জানি, সে কতটা ভালো ক্রিকেটার। তবে যদি ফিট না থাকে এবং ট্রেনিংয়ে ফেরার আগেই ফেরানো হয়, তাহলে সেটি মরিয়া প্রচেষ্টা।’

Advertisement

এমআর/এমএস