অর্থনীতি

এনবিআর নিয়োগে স্বচ্ছতা আনতে ডিজিটাল প্রক্রিয়া

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির নিয়োগকে স্বচ্ছ ও সহজীকরণ করতে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে। এরই প্রেক্ষিতে আরেক রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এনবিআর।

Advertisement

বৃহস্পতিবার এনবিআর কার্যালয়ে অনলাইন রিক্রুইটমেন্ট সিস্টেম নামে একটি অনলাইন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়। এতে এনবিআরের অনলাইন পার্টনার হিসেবে থাকবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যন মোশাররফ হোসেন ভুঁইয়া। টেলিটকের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুসসহ এনবিআরের ঊর্ধবতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতমালা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হয় না। এছাড়া বিভিন্ন সময়ে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়। এসব অনিয়ম দূর করতে এনবিআরের এই আয়োজন।

Advertisement

এমএ/বিএ