আন্তর্জাতিক

বিমান থেকে নিচে পড়ে গেলেন ক্রু

আফ্রিকার দেশ উগান্ডার এনতেবে বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের বিমানসংস্থা এমিরেটসের একটি বিমান থেকে নিচে পড়ে গেছেন এক ক্রু। এ ঘটনায় ওই ক্রু মারাত্মক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, ‘এনতেবে বিমানবন্দরে উড্ডয়নের অপেক্ষায় থাকা এমিরেটসের একটি বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে যাওয়ায় নিচে পড়ে আহত হয়েছেন এক ক্রু।’

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয়েছে। তবে বিমান থেকে ক্রুর নিচে পড়ে যাওয়ার ঘটনাটি এখনো পরিষ্কার নয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

এমিরেটসের এক মুখপাত্র খালিজ টাইমসকে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, দুর্ভাগ্যবশত আমাদের একজন কেবিন ক্রু বিমানের খোলা দরজা দিয়ে নিচে পড়ে গেছেন। বুধবার (১৪ মার্চ) এনতেবে বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইট ইকে ৭২৯ উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটেছে।’

Advertisement

তিনি বলেন, ‘আহত ক্রু’কে পাশের একটি হাসপাতালে নেয়া হয়েছে। তাকে সম্ভাব্য সব ধরনের সমর্থন এবং সেবা দেয়া হচ্ছে। এছাড়া ঘটনা তদন্তে কর্তৃপক্ষকে পুরোপুরি সহায়তা করবো আমরা।’

উগান্ডার বেসামরিক পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে কেনিয়ার ইংরেজি দৈনিক ডেইলি ন্যাশন বলছে, ‘ওই ক্রু জরুরি দরজা খুলেছিলেন এবং দুর্ভাগ্যবশত নিচে পড়ে যান...।’ তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এসআইএস/এমএস

Advertisement