দেশজুড়ে

৫ দিনের লোডশেডিংয়ের কবলে রাঙ্গামাটি

বিদ্যুৎ ভোগান্তির মধ্যে পড়ছে রাঙ্গামাটিবাসী। টানা পাঁচ দিনের লোডশেডিংয়ের কবলে পড়ছে সদরসহ গোটা জেলা। এতে জেলায় বিঘ্ন ঘটবে বিদ্যুৎ সরবরাহ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটি বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে ‘রাঙ্গামাটি ও আশেপাশের উপজেলা পর্যায়ভিত্তিক লোডশেডিং’ শীর্ষক প্রসঙ্গে বলা হয়েছে, চট্টগ্রাম চন্দ্রঘোনা ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র সম্প্রসারণ ও সংস্কার কাজের জন্য ২৫/৪১ এমভিএ ১৩২/৩৩ কেভি ট্রান্সফরমার-১ বন্ধ থাকবে।

কাজের স্বার্থে লাইনটিতে ১৬ মার্চ সকাল ৬টা হতে ২০ মার্চ বিকাল ৫টা পর্যন্ত রাঙ্গামাটি সদর এবং আশেপাশের উপজেলা পর্যায়ভিত্তিক লোডশেডিং হবে। এ কারণে ওই সময়ে রাঙ্গামাটি সদর, জুরাছড়ি, বরকল, মহালছড়ি, বড়ইছড়ি, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে।

এদিকে, সদরসহ জেলার বিভিন্ন এলাকায় সংযোগ স্থাপন, মেরামত ও সংস্কার কাজের জন্য প্রায় সময় ঘনঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে বিদ্যুৎহীন থাকায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন এলাকাবাসী। টানা ৫ দিনের লোডশেডিংয়ের ঘোষণায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ ও অসন্তোষ।

Advertisement

সুশীল প্রসাদ চাকমা/এএম/এমএস