রুক্ষ চুল কারোই কাম্য নয়। নানা কারণেই হারাতে পারে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ও কোমলতা। রুক্ষ চুল নষ্ট করে আমাদের স্বাভাবিক সৌন্দর্য। তাই নজর রাখতে হবে আপনারই অযত্নের কারণে চুল যেন রুক্ষ না হয়ে যায়।
Advertisement
আরও পড়ুন: চুল পড়া রোধ করবে কলা
আপনি কি সঠিক শ্যাম্পু ব্যবহার করছেন? চুলের ধরন জেনে তবেই শ্যাম্পু করা দরকার। ভুল শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুল আরও বেশি রুক্ষ শুষ্ক হয়ে যেতে পারে।
চুল নরম রাখার জন্য শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা খুব জরুরি। যদি আপনার মনে হয়, কন্ডিশনার আপনার চুলকে প্রচণ্ড তেলতেলে করে দিচ্ছে, তাহলে শ্যাম্পু করার আগে কন্ডিশনার ব্যবহার করুন।
Advertisement
চুল ধোয়ার সময়ে কখনোই গরম পানি ব্যবহার করবেন না। শ্যাম্পু ব্যবহার করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। ঠান্ডা পানি যে শুধুমাত্র ত্বকের জন্যই উপকারী তাই নয়, চুলের জন্যও একইরকম উপকারী।
আরও পড়ুন: ত্বকের সুস্থতায় ময়েশ্চারাইজার
গোসল করে ভেজা চুল কখনো চিরুনি দিয়ে আঁচড়াবেন না। কারণ গোসল করার পর চুলের গোড়া নরম হয়ে থাকে। তাই তখন একটু টানেই চুল ছিঁড়ে যেতে পারে।
এইচএন/জেআইএম
Advertisement