জাপানে ওন্তেক পর্বতের চূড়ায় জ্বলে ওঠা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ৩০ পর্বতারোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরা ও বিবিসির।ওন্তেক পর্বতে গত শনিবার হঠাৎ করে ছড়িয়ে পড়া অগ্ন্যুৎপাতে ২৫০ জনেরও বেশি আটকা পড়ে। এর মধ্যে অন্তত ৩০ পর্বতারোহী শ্বাসকষ্টে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ওই আরোহীদের দেহে ডাক্তারি পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ওন্তেকের তিন হাজার ৬৭ মিটার উচ্চতায় নাগানো জেলা থেকে ওই আরোহীদের উদ্ধার করে উদ্ধারকর্মীরা।নাগানো পুলিশের এক মুখপাত্র এএফপি’কে বলেন, ‘ওই চূড়া থেকে ৩০ জনেরও বেশি লোককে হৃৎপিণ্ডের সমস্যায় ভুগারত অবস্থায় পাওয়া গেছে।’
Advertisement