নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের পাইলট পৃথুলা রশীদের মৃত্যুতে গর্ববোধ করছেন তার মা রাফেজা বেগম। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে কান্নাজড়িত কণ্ঠে নিজের এ গর্বের কথাই প্রকাশ করেন তিনি।
Advertisement
বেলা ৩টা ১০ মিনিটে পৃথুলাদের মিরপুরের বাসায় যান ওবায়দুল কাদের। এ সময় পৃথুলার মা রাফেজা বেগম বলেন, ‘মেয়েকে স্যালুট দেই। অন্যদের বাঁচাতে গিয়ে যে মেয়ে জীবন দিয়েছে তার জন্য আমি গর্বিত। গতকালও সে স্বপ্নে এসে আমাকে মিষ্টি খাইয়ে গেছে।’
নিহত সবার জন্য দোয়া চান তিনি। মেয়ের মুখটা শেষবারের মতো দেখার ব্যবস্থা করার জন্য সেতুমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।
কথা বলতে বলতে বার বার মূর্ছা যাচ্ছিলেন পৃথুলার মা।
Advertisement
এ সময় পৃথুলার বাবা আনিসুর রশীদ ও মামাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
এমএইচএম/এসএইচএস/জেআইএম
Advertisement