নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী সাঈদ রহমান মান্নান-এর জানাজা সম্পন্ন হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মরহুমের নিজের ব্যবসা প্রতিষ্ঠান মান্নান সুপার মার্কেটের সামনে বাদ যোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
Advertisement
জানাজায় বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ব্যবসায়িক ছাড়াও বিভিন্ন দেশের মরহুমের ব্যবসায়ী বন্ধুরা জানাজায় অংশগ্রহণ করেন।
১৪ মার্চ বুধবার রাত দেড়টায় নিউইয়র্ক সিটির এলমহার্স্ট হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন ৬১ বছর বয়সী সাঈদ মান্নান। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদপুরের সন্তান মান্নান ৩২ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন, নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি বেকারি দেন। ‘মান্নান বেকারি’ নামক ব্যবসা প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ‘মান্নান সুপার মার্কেট’এ পরিণত হয়। বর্তমানে বাংলাদেশসহ ৫টি শাখা রয়েছে বিভিন্ন স্থানে।
Advertisement
আমেরিকায় বাংলাদেশিদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ (জেবিবিএ) এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
এমআরএম/জেআইএম