জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিমানমন্ত্রী

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার পর নেপাল ঘুরে আসা বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন মন্ত্রী।

Advertisement

মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাটওয়ারীর বরাত দিয়ে একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

মন্ত্রী বুধবার রাতেই দেশে ফিরেছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফিরে সচিবালয়ে বিমান দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের তিনি ব্রিফ করবেন বলেও জানা গেছে।

Advertisement

গত সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে চার ক্রু ও ৬৭ আরোহী নিয়ে বাংলাদেশি ইউএস-বাংলার বিএস-২২১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে অর্ধশত যাত্রীর প্রাণহানি ঘটে। ঘটনাস্থলে মারা যান ৩২ জন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ যাত্রী। উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপ ও একজন চীনের নাগরিক ছিলেন। এ ছাড়া দুই শিশু ছিল।

এনএফ/আরআইপি