নিজে করলেন জোড়া গোল। সতীর্থকে দিয়ে করালেন আরও এক গোল। মেসির এমন দুর্দান্ত পারফর্মেন্সে চেলসিকে হারিয়বয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে বার্সা। আর ম্যাচ শেষে মেসিকেই সেরা মেনে নিয়েছেন চেলসি কোচ আন্তোনিও কন্তে।
Advertisement
ম্যাচ শেষে মেসিকে নিয়ে চেলসি কোচ বলেন, ‘আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যে প্রত্যেক মৌসুমে ৬০ গোল করছেন। আমি মনে করি যখন আপনার সুযোগ আছে মেসির মত কারো প্রশংসা করার, আপনাকে অবশ্যই তা করতে হবে। মেসি অসাধারণ খেলোয়াড়, সেই বিশ্বের সেরা।’
মেসিকে সেরা মানলেও হারের জন্য হতাশ এই কোচ। এ নিয়ে কন্তে বলেন, ‘আমি ফলাফলকে সঠিক মনে করি না। আমাদের শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি। আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছি। এর চেয়ে বড় বিস্ময় হল আমাদের চারটা শট পোস্ট ফিরেছে।’
মৌসুমের শুরু থেকেই দলের খেলোয়াড়দের দলবদল নিয়ে খুশি ছিলেন না কন্তে। অনেকবারই কর্তৃপক্ষের সমালোচনাও করেছেন। এরপরও দলের পারফর্মেন্সে খুশি চেলসি কোচ। এ নিয়ে কন্তে বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের মাঠের পারফর্মেন্স নিয়ে খুশি। আমি সৎ এবং দলের খেলোয়াড়দের প্রতি আমার দায়বদ্ধতা আছে। এছাড়া আমাদের এক সঙ্গে লড়াই করার ইচ্ছা ধরে রাখতে হবে।’
Advertisement
বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে অবস্থান করছে চেলসি। তাই ব্লুজদের লক্ষ্য আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা।
এমআর/আরআইপি