দেশজুড়ে

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৮

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক চার আসামিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।নড়াইল জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে নড়াইল সদর থানায় পনেরজন, লোহাগড়া থানায় তেরজন, কালিয়া থানায় সাতজন এবং নড়াগাতী থানায় তিনজন।নড়াইল সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল­ুর রহমান জাগো নিউজকে জানান, সদর থানায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত কর্তৃক (১৩৪/০৫ মামলা) ৩ বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রয়েছেন ৩ জন। তারা হলেন, সদর উপজেলার চুনখোলা গ্রামের শাহাদত হোসেন, তার স্ত্রী রোকেয়া এবং ছেলে নূর ইসলাম। লোহাগড়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওলিয়ার রহমান জাগো নিউজকে জানান, ২০১২ সালে একটি জিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুমড়ি গ্রামের মৃত নজীর মোল্লার ছেলে ফিরোজ মোল্লাকে (৪৩) রাতে দিঘলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।হাফিজুল নিলু/এমজেড/এমএস

Advertisement