জাতীয়

‘কোটাবিরোধী আন্দোলন আদালত অবমাননার সামিল’

মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র কেন্দ্রীয় কমিটি বলেছে, সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে দায়ের করা রিট আবেদন খারিজ হয়ে যাওয়ার পরও এ বিষয়ে আন্দোলন করার অর্থই হলো কোটাবিরোধীরা মহামান্য আদালতের সিদ্ধান্ত মানছে না। তাদের আন্দোলন আদালত অবমাননার সামিল। বুধবার এক বিবৃতিতে কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

Advertisement

তারা বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানার ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। জাতিকে বিভ্রান্ত এবং সরকারকে বিব্রত করতেই এ আন্দোলন করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশসহ সারাবিশ্ব এখন শোকাহত, এমন শোকাবহ দিনে স্মারকলিপি দেয়ার নামে ধ্বংসাত্মক কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, কোটাবিরোধীদের দেশপ্রেম নেই। যাদের মধ্যে দেশপ্রেমই নেই, তারা কী করে ক্যাডার সার্ভিসসহ সরকারি চাকরি আশা করে?

এফএইচএস/জেডএ/এমএস

Advertisement