খেলাধুলা

২০১৮ বিশ্বকাপ ফুটবলের সূচি চূড়ান্ত

সব বিতর্ক আর অভিযোগকে বুড়ো আঙ্গুল দেখিয়েই রাশিয়া বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে ফিফা। ৩২ দলের অংশগ্রহণে রাশিয়ার ১২টি ভেন্যুতে হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার এ লড়াই। উদ্বোধনী খেলা হবে ২০১৮ সালের ১৪ জুন। আর ফাইনাল ১৫ জুলাই।উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু, রাশিয়ার রাজধানী মস্কোর ৮১ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন লুঝনিকি স্টেডিয়াম। এছাড়া সেমিফাইনাল ম্যাচ দু`টি হবে ১০ ও ১১ জুলাই।ফিফার নিয়মানুযায়ী আয়োজক দেশ রাশিয়া সরাসরি টুর্নামেন্টে অংশ নেবে। এছাড়া ফিফার ২০৯টি সদস্য দেশ বিশ্ব আসরে খেলা নিশ্চিত করতে বাছাই পর্বে প্রতিযোগিতা করবে। তবে এবার বিশ্ব আসরের ৩২ দলের এ প্রতিযোগিতা হবে ৮ গ্রুপে ভাগ হয়ে।এছাড়া, ২০১৭ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় ফিফা কনফেডারেশনস কাপের প্রাথমিক সূচিও চূড়ান্ত হয়েছে মস্কোর সভায়। ২০১৬ সালের ১৬ মার্চ হবে ফিফার বিশ্বকাপ পরিচালনা কমিটির পরবর্তী সভা।উল্লেখ্য, ২০১৮ ও ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণ প্রক্রিয়া শুরু হয় ২০০৯ সালে। প্রাথমিকভাবে ৯টি দেশের নাম থাকলেও, পরের বছর ফিফা নির্বাহী কমিটির ভোটে ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের গ্রিন কার্ড পায় রাশিয়া। এমআর/এমএস

Advertisement