খেলাধুলা

বন্ধু মেসির বিপক্ষে খেলাই অনুপ্রেরণা : সেস

মাঠে তারা প্রতিপক্ষ; কিন্তু মাঠের বাইরে দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব। তারা হলেন লিওনেল মেসি এবং সেস ফ্যাব্রেগাস। বছরখানেক আগে বার্সেলোনায় মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকাজ্জো ও লুইস সুয়ারেসজের স্ত্রী সোফিয়া বালবির জুতার শো-রুম উদ্বোধনে লন্ডন থেকে উড়ে এসেছিলেন ফ্যাব্রেগাস। শুধু তাই নয়। দুই তারকা ছুটিও কাটান একসঙ্গে।

Advertisement

তবে বুধবার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে বার্সেলোনা বনাম চেলসি ম্যাচে ফ্র্যাব্রেগাসের লড়াই মেসির সঙ্গেই। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চেলসির এই স্প্যানিশ তারকা বলেছেন, ‘মেসি, পিকের মতো বন্ধুদের বিরুদ্ধে খেলা আমাকে সব সময়ই প্রেরণা জোগায়। যদিও মেসিকে আটকানো সহজ নয়। এই ম্যাচটাই যদি খেলার সুযোগ পাই, ওকে আটকানোর সব রকম চেষ্টা করব।’

২০১১ থেকে ২০১৪- বার্সেলোনায় চার বছর একসঙ্গে খেলেছেন মেসি ও ফ্যাব্রেগাস। ২০১৪-’১৫ মৌসুমে চেলসিতে যোগ দেন এই স্প্যানিশ মিডফিল্ডার; কিন্তু ন্যু ক্যাম্প ছাড়ার যন্ত্রণা এখনও ভুলতে পারেননি তিনি। ফ্যাব্রেগাস বলেছেন, ‘ভাবতেই পারিনি বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলাম।’

বার্সেলোনায় ফিরছেন ফ্যাব্রেগাস। তবে এবার তিনি চেলসির জার্সি গায়ে মাঠে নামবেন মেসিদের হারানোর লক্ষ্য নিয়ে। পুরনো ক্লাবের সমর্থকদের নিয়ে কি চিন্তিত? ফ্যাব্রেগাসের জবাব, ‘আমার কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করা। অন্য কিছু নিয়ে ভাবছি না।’

Advertisement

আইএইচএস/এমএস