নিজের পারিবারিক সমস্যায় নিজে যখন জরজরিত ঠিক তখনই গোল্ডকাপের বিতর্কিত সেমিফাইনাল ম্যাচটি নতুন করে আয়োজনের দাবি জানালেন আর্জেন্টাইন মহানায়ক দিয়েগো ম্যারাডোনা। খেলায় পক্ষপাতিত্ব করার অভিযোগে রেফারিকে বহিষ্কারে দাবিও জানান তিনি।বুধবার পানামাকে ২-১ গোলে হারিয়ে গোল্ডকাপের ফাইনালে উঠেছে মেক্সিকো। কিন্তু তাতে মেক্সিকোর চেয়ে যুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গেইগারের কৃতিত্বই বেশি। দু’দুটি বিতর্কিত পেনাল্টি উপহার দিয়ে মেক্সিকোকে বাঁচিয়ে দিয়েছেন তিনি। অথচ ১০ জনের দল নিয়েও ৮৯ মিনিট পর্যন্ত ১-০তে এগিয়ে ছিল পানামা। এভাবে নিশ্চিত জয় ছিনতাই হয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন পানামার খেলোয়াড়রা।তাদের পাশে দাঁড়িয়ে এবার রেফারির দিকে তোপ দাগলেন ম্যারাডোনা, পানামার খেলোয়াড়দের পাশে আছি আমি। এত বড় অন্যায় মেনে নেয়া যায় না। ম্যাচটি নতুন করে আয়োজনের পাশাপাশি রেফারিকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।মার্কিন রেফারির বিতর্কিত সব সিদ্ধান্ত মেক্সিকোর পক্ষে যাওয়াতেই মূলত ক্ষেপেছেন ম্যারাডোনা। কারণ তার ও আর্জেন্টিনার হৃদয়ভাঙা এক দুঃখগাথার জন্য দায়ী এক মেক্সিকান। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে মেক্সিকান রেফারি এদগার্দো কদেসালের বিতর্কিত এক পেনাল্টির সিদ্ধান্তেই জার্মানির কাছে হেরেছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি ম্যারাডোনা। এসকেডি/এমএস
Advertisement