জাতীয়

স্বচ্ছ ঢাকা গড়তে সবার সহযোগিতা দরকার : সাঈদ খোকন

স্বচ্ছ ঢাকা গড়তে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন।

Advertisement

মঙ্গলবার বেইলি রোড অফিসার্স ক্লাবে স্বচ্ছ ঢাকা বিষয়ে রাজধানীর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় কর্পোরেশনের পাঁচটি অঞ্চলের ৪৫০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিজের ঘর যেভাবে পরিষ্কার রাখি সেভাবে শহরকেও পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, শহরটাকে পরিচ্ছন্ন রাখতে মিনি ডাস্টবিন বসানো হয়েছিল যার ৫০ শতাংশ নষ্ট হয়েছে। অনেকে আবার মিনি ডাস্টবিন নিয়ে ফুলের টপ বানিয়েছে। এমন যদি হয় তাহলে শহর কিভাবে পরিষ্কার রাখবো?

Advertisement

সভায় অংশ নেয়া শিক্ষকদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা (শিক্ষক) মানুষ গড়ার কারিগর। আপনারা যদি পরিষ্কার শহর রাখার শিক্ষা না দেন, তাহলে কিভাবে শহর পরিষ্কার রাখবো? শিক্ষার্থীদের ভাবনায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আনতে শিক্ষকদের কাজ করার অনুরোধ জানান মেয়র।

অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, শিক্ষা কর্মকর্তা মাইনুল হোসেন, অধ্যক্ষ বর্নালী হোসেন, শিক্ষক রিয়াজ পারভেজ, কাউন্সিলর মোশাররফ হোসেন, আবু আহমেদ মন্নাফী, মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

এএস/এএইচ/এমএস

Advertisement