দ্বিতীয় মেয়াদে নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন-ইউএমএল) নেত্রী বিদ্যা দেবী ভান্ডারি। দেশটির ইতিহাসে তিনিই প্রথম নারী প্রেসিডেন্ট; এর আগে ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন তিনি।
Advertisement
মঙ্গলবার দেশটির রাজধানী কাঠমান্ডুর নতুন বানেশ্বর এলাকার ফেডারেল পার্লামেন্ট ভবনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ৩৯ হাজার ২৭৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বিদ্যা দেবী ভান্ডারি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেস পার্টির লক্ষ্মী রায় পেয়েছেন ১১ হাজার ৭৩০ ভোট।
নেপালের নির্বাচনী কর্মকর্তা টিল প্রসাদ শ্রেষ্ঠ দেশটির ইংরেজি দৈনিক মাই রিপাব্লিকা’কে এ তথ্য জানিয়েছেন।
দেশটির প্রধান বিচারপতির কাছে শপথ নেয়ার পর শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন বিদ্যা দেবী। মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।
Advertisement
বিদ্যা দেবী ভান্ডারি ২০১৫ সালে নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশটির কমিউনিস্ট নেতা মদন ভান্ডারির স্ত্রী তিনি। বিদ্যা দেবী ভান্ডারির স্বামীও ছিলেন নেপালের সুপরিচিত রাজনীতিক। ১৯৯৩ সালে কমিউনিস্ট এই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হন।
ওই সময় অনেকে মদন ভান্ডারির গাড়ি দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে সন্দেহ প্রকাশ করেন।
সূত্র : মাই রিপাব্লিকা, হিমালয়ান টাইমস।
এসআইএস/আরআইপি
Advertisement