খেলাধুলা

পঞ্চম দিনেও বৃষ্টির বাধা

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। এর আগে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এবার খেলা মাঠে গড়াবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো চট্টগ্রামে ভারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বাধায় নিশ্চিত ড্রয়ের পথে এগুচ্ছে চট্টগ্রাম টেস্ট। যদিও বৃষ্টির কারণে ড্র হচ্ছে কিন্তু টাইগাররা শুরু থেকেই এই ম্যাচে নেতৃত্ব দিয়ে আসছে। তৃতীয় দিনের শেষ সেশনে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এখন পর্যন্ত বাংলাদেশের অধিপত্য রয়েছে চট্টগ্রাম টেস্টে। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। দু’দিন থেকেই চট্টগ্রামে ভারি বৃষ্টি হচ্ছে। এর আগে আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছিল। এরপর থেকেই টানা বৃষ্টিতে বল আর মাঠে গড়ায় নি।  তৃতীয় দিনের খেলা শেষে এখনো ১৭ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আলো স্বল্পতা এবং বৃষ্টি বাধার আগে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়ারা ৬১ রান সংগ্রহ করে। বাংলাদেশের কোনো বোলারই প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে প্রভাব বিস্তার করতে পারেন নি। স্টিয়ান ভ্যান জিল ৩১ এবং ডিন এলগার ২৮ রানে অপরাজিত রয়েছেন। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৮ ও বাংলাদেশ ৩২৬ রান করে।আরটি/এসকেডি/এআরএস/এমএস

Advertisement