রাজনীতি

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আজ

দেশের ঐতহ্যিবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মলেন আজ।  শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদষ্টো সজীব ওয়াজদে জয়।এতে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদউিজ্জমান সোহাগ।সম্মেলনের দ্বিতীয় দিন রোববার সকাল ১০টা থেকে শুরু হবে কাউন্সিলর অধিবেশন। সেখানেই এ ঐতিহ্যবাহী সংগঠনের নতুনসভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বাংলাদেশ ছাত্রলীগের পতাকা তুলে দেয়া হবে।ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জয়দেব নন্দী। তিনি জানান, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে পাশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মিলানায়তন বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।এর আগে ২০১১ সালের ১০ ও ১১ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সে সম্মেলনেই বর্তমান সভাপতি এইচ বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী আলম নাজমুলকে নির্বাচিত করা হয় ।এসকেডি/এমএস

Advertisement