আইন-আদালত

খালেদার জামিন আদেশে বিচারপতিদের স্বাক্ষর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের কপিতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের দুই বিচারপতি। স্বাক্ষরের পর তা হাইকোর্টের সংশ্লিষ্ট দফতরে (সেকশনে) গেছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

Advertisement

খালেদা জিয়ার অপর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, স্বাক্ষরিত এ আদেশের কপি সেকশন থেকে বিচারিক আদালতে পাঠানো হবে। এরপরই বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান আদালতে জামিননামা দাখিল করবেন খালেদার আইনজীবীরা। এ জামিননামা স্বাক্ষরের পরই তা যাবে কারা কর্তৃপক্ষের কাছে।

এর আগে, সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার সকালে এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল করেন দুদক ও রাষ্ট্রপক্ষ। তবে দুপুরে তা স্থগিত করে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একইসঙ্গে আগামীকাল বুধবার এ আবেদন দুটি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তা শুনানির জন্য আদেশ দেন আদালত।

Advertisement

এফএইচ/জেএইচ/এমএস