আন্তর্জাতিক

আবারো সিরিয়ায় তুরস্কের বিমান হামলা

সিরিয়ায় ইসলামিক স্টেট-এর জঙ্গিদের লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে তুরস্ক। একই সঙ্গে হামলা চালানো হচ্ছে উত্তর ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে। খবর বিবিসির।স্থানীয় গণমাধ্যম বলছে আইএস সেনাদের অবস্থান লক্ষ্য করে সিরিয়ার আকাশসীমা থেকে তুর্কী বিমান হামলা চালচ্ছে। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় বারের মতন তুরস্ক বিমান হামলা চালালো। এর আগে শুক্রবারেও সিরিয়ায় আইএস-এর তিনটি টার্গেটে বিমান হামলা চালায় তুরস্ক।এছাড়া ইরাকের কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের লক্ষ্য করে পৃথক মিশনে বোমা হামলা চালানো হয়েছে কুর্দি সেপারেটিস্ট গ্রুপ বা কেকেকে এর উপর।এ দিকে, আইএসকে দমনের জন্য তাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য মার্কিন বিমানগুলোকে তুরস্কের বিমানঘাঁটিগুলো ব্যাবহার করার অনুমতিও দিয়েছে তুরস্ক।মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র মার্ক টোনার বলেন, আইএসআইএল এর বিরুদ্ধে অপারেশন চালানোর জন্য আমেরিকা ও মার্কিন জোটের মানুষবাহী বা মানব বিহীন বিমানগুলোর জন্য তুরস্কের ক্লিয়ারেন্স রয়েছে।এর আগে, আইএস সন্দেহে শুক্রবারে একজনকে গ্রেফতার করেছে তুরস্ক। তুরস্কের সুরুক শহরে চলতি সপ্তাহেই চালানো এক হামলায় ৩২ জন নিহত হয়।এসকেডি/এমএস

Advertisement