আন্তর্জাতিক

বাঘ ধরতে গিয়ে রহস্যজনক মৃত্যু দুই বনকর্মীর

বাঘ ধরার জন্য রাখা খাঁচার পাশেই রহস্যজনক মৃত্যু হয়েছে বনদফতরের দুই কর্মীর। ঘটনাটি ঘটেছে ভারতের গোয়ালতোড়ের হামারগোড়ার জঙ্গলে। পুরো গোয়ালতোড় জুড়েই এখন আতঙ্ক বিরাজ করছে। বাঘের পায়ের ছাপ পাওয়া গেলেও বাগে আনা সম্ভব হচ্ছে না। ফলে নিরাপত্তার নিশ্চিতে রাতের ঘুম হারাম হয়ে গেছে বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীদের। বনকর্মীদের সঙ্গে রাতে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা।

Advertisement

বাঘ ধরতে গোয়ালতোড়ের হামারগোড়ার জঙ্গলে খাঁচা পাতা হয়। সোমবার রাতে সেখানেই গুলি, বন্ধুক হাতে নিয়ে পাহারায় ছিলেন দুই বনকর্মী। সকালে তাদের দেহ খাঁচার পাশেই পড়ে থাকতে দেখা গেছে। তবে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। কীভাবে তাদের মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই দুই বনকর্মীর।

প্রসঙ্গত, যে এলাকায় দুই বনকর্মী পাহারায় ছিলেন ওই এলাকাতেই সোমবার দুপুরে বাঘের পায়ের ছাপ দেখা যায়। বিষয়টি খতিয়ে দেখছে গোয়ালতোড় থানার পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক আরও কয়েকগুণ বেড়ে গেছে।

টিটিএন/জেআইএম

Advertisement