টেস্ট শেষ হওয়ার আগেই গুঞ্জন ছিল পরের দুই টেস্টে হয়তো নিষিদ্ধ হতে পারেন কিগাসো রাবাদা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল। টেস্টে শেষ হওয়ার পরই আইসিসি থেকে ঘোষণা আসলো পরের দুটি টেস্ট ম্যাচে খেলা হচ্ছে না রাবাদার।
Advertisement
পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে দুর্দান্ত গতি আর সুইংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নাকাল করেছেন রাবাদা। দুই ইনিংসে নেন ১১ উইকেট। এর মধ্যে ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের উইকেটটিও। ঝামেলাটা বেঁধেছে স্মিথের উইকেট নেয়ার পর উদযাপন করতে গিয়েই। এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার কুমার ধর্মসেনা আঙুল তোলার পরই স্মিথের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে 'ইয়েস, ইয়েস' বলতে থাকেন রাবাদা। এই সময় স্মিথ দৌঁড়ের মধ্যে ছিলেন, রাবাদার কাঁধে জোড়ে ধাক্কা লাগে তার।
শাস্তি ঘোষণা করে জেফ ক্রো বলেন, ‘আমার মনে হয় রাবাদা সঠিক ছিল না। সে ইচ্ছা করলে ধাক্কা এড়াতে পারত। আমি এমন কোন প্রমাণ পাইনি যে এটা আকর্ষিক।’
এদিকে শাস্তির কথা শোনার পর তা মেনে নিয়ে রাবাদা বলেছেন, ‘আমি দলের ক্ষতি করছি, নিজেরও ক্ষতি করছি। এসব থামাতেই হবে। আমি বারবার নিজের দলকে ডুবিয়ে দিতে চাই না।’
Advertisement
তবে ম্যাচ রেফারি জেফ ক্রো’র এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না সাউথ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি। ওয়ার্নার-ডি ককের বিষয় টেনে এনে এই অধিনায়ক প্রশ্ন তুলেছেন, ডেভিড ওয়ার্নার যদি কুইনটিন ডি’ককের সঙ্গে ঝামেলা করে শাস্তি এড়িয়ে যেতে পারেন, তা হলে রাবাদাকে কেন দোষী সাব্যস্ত করা হল?’
এমআর/জেআইএম