ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তির বাছাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষায় মাত্র দুজন পাস করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।তিনি বলেন, ‘শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসিতে ৮০ ঘণ্টা পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা কোনো পরীক্ষাই না। আমরা চাই তারা দায়িত্বশীল হবেন।’মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় চলে। শিক্ষার্থীদের হতাশাগ্রস্ত করার অধিকার তাদের নেই। তাদের বলব- শিক্ষার্থীদের ভবিষ্যৎ সর্বনাশের দিকে ঠেলে দেবেন না।’
Advertisement