নিদাহাস ট্রফিকে পেয়ে বসেছে বৃষ্টি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিন বৃষ্টির কারণে ১৫ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছিল। এবার ভারত আর শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে দেরি হচ্ছে আরও বেশি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টসও করা যায়নি।
Advertisement
ম্যাচ শুরুর কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। টস তার আধা ঘন্টা আগে, সাতটায়। কলম্বোতে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাই টস হয়নি। স্বভাবতই বৃষ্টি না কমলে খেলা কখন শুরু হবে, সেই সম্পর্কেও বলা যাচ্ছে না। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নিদাহাস ট্রফির লড়াইটা জমিয়ে দিয়েছে বাংলাদেশ। শনিবার ২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় পায় টাইগাররা।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করে স্বাগতিক শ্রীলঙ্কা। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় ভারত।
তিন দলের নামের পাশেই এখন একটি করে জয়। আজ শ্রীলঙ্কা আর ভারতের মধ্যকার ম্যাচে যে দল জিতবে, তারাই ফাইনালের পথে এগিয়ে যাবে।
Advertisement
এমএমআর/আরআইপি