খেলাধুলা

অবশেষে পিঠে অস্ত্রোপচার করাবেন গেইল

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল অবশেষে পিঠে অস্ত্রোপচার করতে যাচ্ছেন। শুক্রবার ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) টুইটারের এক ভিডিও বার্তায় এমন তথ্য দিয়েছেন গেইল।ফলে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে। গত দু’বছর যাবৎ পিঠের ব্যথাটা বেশ ভুগাচ্ছে গেইলকে। ব্যথা নিয়ে আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের ঘরোয়া আসরে খেলা চালিয়ে গিয়েছেন তিনি। কখনো ইনজেকশন, আবার কখনো ঔষধ ব্যবহার করে ম্যাচও খেলেন গেইল।কিন্তু এখন আর পেরে উঠতে পারছেন না পিঠের ব্যথার সঙ্গে। সাম্প্রতিক সময়ে ব্যথাটি বেশ পীড়া দিচ্ছে গেইলকে। তাই খুব শিগগিরই পিঠের অস্ত্রোপচারে যাচ্ছেন তিনি। সিপিএলে প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কাছে ২৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গেইলের দল জ্যামাইকা তালাওয়াশ। ম্যাচে ২১ বলে ৩০ রান করেন গেইল। আর ম্যাচ শেষে নিজের অস্ত্রোপচার সর্ম্পকে গেইল বলেন, ‘খুব শিগগিরই পিঠের অস্ত্রোপচার করাতে যাচ্ছি আমি। ফলে দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে আমাকে। সুস্থ হবার জন্য আমার কিছু সময় প্রয়োজন। আশা করছি ডিসেম্বরে মাঠে ফিরতে পারবো।’এসকেডি/পিআর

Advertisement