খেলাধুলা

নেইমারের সুস্থতা নিয়ে চিন্তিত রোনালদো

দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। আর তিন মাসের মত বাকি মাত্র। এরপরই শুরু হয়ে যাবে মহাযুদ্ধ। ৩২টি দেশের এই যুদ্ধে শেষ পর্যন্ত বিজয়ী হবে মাত্র একটি দেশ। সেই দেশ কোনটি! ফেবারিটের তালিকায় যে সব দেশ রয়েছে, তার মধ্যে অন্যতম ব্রাজিল। ৫ বারের বিশ্বকাপজয়ীদের ফেবারিট হওয়ার যে মূল উপাদান, সেটা হচ্ছে দলটির সেরা খেলোয়াড় নেইমার।

Advertisement

অথচ বিশ্বকাপের শুরুর আগে এই গুরুত্বপূর্ণ সময়েই কি না ইনজুরিতে পড়লেন ব্রাজিলের মহা তারকা। পিএসজির হয়ে ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের এই ইনজুরিতে পড়েন তিনি। শুরুতে ধারণা করা হয়েছিল, গোড়ালিতে ইনজুরি। পরে স্ক্যান করে দেখা গেলো পায়ের ফিফথ মেটাটারসালে ছিড়। বিশ্বকাপে খেলার জন্যই মূলতঃ দ্রুত সেই আঘাতপ্রাপ্ত স্থানে অস্ত্রোপচার করিয়েছেন নেইমার।

বিশ্বকাপ কী সত্যি সত্যি খেলতে পারবেন নেইমার! ব্রাজিলজুড়ে এখন শুধু এই হাহাকার! কে বহন করবেন ব্রাজিলের পতাকা, সেই শঙ্কাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে তুলছে ব্রাজিল ফুটবলপ্রেমীদের। শুধু সাধারণ সমর্থক বললে ভুল বলা হবে। সাবেক ফুটবলাররাও উদ্বিগ্ন এই চিন্তায়। যার মধ্যে অন্যতম ১৯৯৪ এবং ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের অন্যতম নায়ক রোনালদো নাজারিও।

বর্তমান সময়ের দেশের সেরা তারকা বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠুক, বিশ্বকাপে খেলুক- সেটাই চান রোনালদো। এ কারণে, নেইমারকে তিনি পরামর্শ দিয়েছেন নিজের সুস্থতার দিকেই সবচেয়ে বেশি মনযোগ দিতে।

Advertisement

রোনালদোর নিজেরও প্রায় একই অভিজ্ঞতা হয়েছিল ২০০২ বিশ্বকাপের আগে। এ কারণে সাবেক বার্সা এবং রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্বকাপে শতভাগ ফিট পাওয়া যাবে কি না তা নিয়ে চিন্তিত ছিল সবাই। সেই অভিজ্ঞতার আলোকেই নেইমারকে পরামর্শ দিয়েছেন রোনালদো।

তিনি বলেন, ‘তার এই মুহূর্তে সবচেয়ে জরুরী হলো, নিজের সুস্থতার দিকে নজর দেয়া। নিজের ওপর চাপ তৈরি করে এমন কিছুকে অবশ্যই তার ধারে-কাছে ঘেঁষতে দেয়া উচৎ নয়।’

রোনালদোও খুব আশাবাদী, নেইমার সময়মত সুস্থ হয়ে উঠবেন। ‘আমি নিশ্চিত, আমার চেয়েও সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং অবশ্যই বিশ্বকাপে খেলবে।’

শুধু নেইমারের সুস্থতা কামনাই নয়, ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার আশাবাদী, রাশিয়া বিশ্বকাপ থেকে ভালো কিছু নিয়েই ফিরতে পারবে তার দল। তিনি বলেন, ‘ব্রাজিল দল সম্পর্কে আমার অনুভুতিটা খুবই ইতিবাচক। তারা খুবই কঠিন সময় পার করে এসেছে। তবে, গত কয়েকবছর তারা খুব ভালো কাজ করে যাচ্ছে। কঠিন পরিশ্রমও করছে। একই সঙ্গে দারুণ আত্মবিশ্বাসও জন্ম নিয়েছে তাদের।’

Advertisement

নেইমারের ইনজুরিটাকে দুর্ভাগ্যছাড়া আর কিছুই ভাবছেন না রোনালদো। তিনি বলেন, ‘নেইমারের ইনজুরি পুরোপুরিই দুর্ভাগ্যজনক। তবে আমি নিশ্চিত, সে সময় মতয়ই ফিরবে এবং বিশ্বকাপে খেলবে। সুতরাং, আমরা একই সঙ্গে অন্য ভালো খেলোয়াড়দেরও মূল্যায়ন করবো।’

২০০২ বিশ্বকাপ জয়ের স্মৃতিও রোমন্থন করেন রোনালদো। তিনি বলেন, ‘এটা ছিল সত্যিই অবিশ্বাস্য, চমৎকার এবং অনন্য। আপনি এককভাবে কোনো পুরস্কারের জন্য কাজ করতে পারবেন না। কারণ, ফুটবল হচ্ছে একটি দলীয় খেলা। জয়টা আসে সবার চেষ্টাতেই। এটা সবার চেষ্টারই একটা উপহার।’

আইএইচএস/জেআইএম