রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার ভোর ৪টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় সকাল ৭ টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান।
Advertisement
সকাল সাড়ে ৮টার কিছু আগে তিনি বলেন, তবে এখনও আগুন পুরোপুরি নির্বাপন সম্ভব হয়নি। ২১টি ইউনিট এখনও কাজ করছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কেউ কিছু জানাননি।
ভোরে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১৩টি ইউনিট কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান স্থানীয়রাও।
Advertisement
স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বস্তিটিতে প্রায় ২৫ হাজার মানুষ বাস করে। সেখানে সাত থেকে আট হাজার ঘর রয়েছে।
জেইউ/এনএফ/জেআইএম