জাতীয়

সাকা চৌধুরীর রায়কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে পুলিশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র  করে চট্টগ্রামে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।বিএনপির এই নেতার রায় আগামী ২৯ জুলাই ঘোষণা হওয়ার কথা রয়েছে। তাই এই রায়কে কেন্দ্র নগরীতে যেকোনো ধরণের সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে,  নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েনেরও চিন্তাভাবনা চলছে।শুক্রবার পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা না পেলেও নিজস্ব ছক অনুযায়ী কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্র।চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. নাঈমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণার আগে ও পরে যেন কেউ কোথাও অস্থিরতা তৈরি করতে না পারে সেজন্য আমরা এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছি।’তিনি বলেন, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ সবগুলো উপজেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। নিয়মিত পুলিশের পাশাপাশি জেলায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন। একই বছরের ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনিত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি প্রমাণিত হয়েছে মর্মে ৪টি অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এসকেডি/পিআর

Advertisement