দেশজুড়ে

রামুর ইউপি সদস্য নুর নাহার চৌধুরীর ইন্তেকাল

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সমাজসেবিকা আলহাজ্ব নুর নাহার চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নুর নাহার চৌধুরী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের রুপকার মরহুম আলহাজ্ব হাকিম মিয়া চৌধুরীর দ্বিতীয় কন্যা এবং গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নাজের চৌধুরীর সহধর্মিনী। নুর নাহার চৌধুরীর মেঝ ছেলে গর্জনিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও গর্জনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহ্বায়ক মুহিবুলাহ চৌধুরী জিলু মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নুর নাহার চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যানসা রোগে ভুগছিলেন। ইতোপূর্বে তিনি ভারতের বোম্বে শহরের টা টা মেমোরিয়াল হাসপাতাল এবং বাংলাদেশের একাধিক হাসপাতালে চিকিৎসা নেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, পাঁচ মেয়ে রেখে যান।এদিকে, মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে আমেরিকা প্রবাসী বড় ছেলে কক্সবাজার মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুলাহ চৌধুরী লেবু শুক্রবারে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি পৌঁছালে শনিবার নামাজে জানাজার সময় নির্ধারণ করা হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।আলহাজ্ব নুর নাহার চৌধুরী ২০০৯ সালে গ্রামীণ নারী দিবসে জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা মনোনিত হন। রামুর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নুর নাহার চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, রামু রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবুল কাশেম সাগর, সহ-সভাপতি অর্পণ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুবকর ছিদ্দিক, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দফতর ও প্রচার সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, কার্যকরী সদস্য সোয়েব সাঈদ, হাসান তারেক মুকিম, আল মাহমুদ ভুট্টো।সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

Advertisement